অবৈধভাবে চাল মজুদের বিরুদ্ধে সারাদেশে চালের গুদামে অভিযান চলছে। গতকাল মঙ্গলবার দেশের বিভিন্ন জায়গায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ ধান-চাল জব্দের পাশাপাশি তিন ব্যবসায়ীকে আটক করেছে। এদের মধ্যে একজনকে কারাদন্ডাদেশ ও অন্য দুইজনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেওয়া হয়েছে।
চট্টগ্রাম অফিস জানায়, চট্টগ্রাম নগরীর চাক্তাই চালের আড়তে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে দুই ব্যবসায়ীকে গ্রেফতার করে। এরা হলেন: মো. দিদারুল আলম ও জাহিদুল ইসলাম শাওন। জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ আলী ইত্তেফাককে বলেন, গ্রেফতারকৃত এই দুই ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
লালপুর (নাটোর) সংবাদদাতা জানান, অবৈধভাবে চাল মজুদের অপরাধে নাটোরের লালপুর উপজেলার গোপালপুর বাজারের চাল ব্যবসায়ী চান্দু মিয়াকে (৫০) এক বছরের কারাদন্ডাদেশ দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মর্তুজা খানের ভ্রাম্যমাণ আদালত। এসময় তার ৭টি গুদামে থাকা ১শ’ টন (২ হাজার বস্তা) চাল জব্দ করা হয়।
নওগাঁ প্রতিনিধি জানান, অতিরিক্ত মজুদ ঠেকাতে নওগাঁয় গত সোমবার পাঁচটি চালকলে জেলা টাস্কফোর্স কমিটি ‘আই-ওয়াশ’ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনার সময় নওগাঁর শহরের ঢাকা রোড মোড়ে বেলকন গ্রুপের চালকলের ভিতরে সাংবাদিকদের প্রবেশে বাধা প্রদান করা হয়।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান বলেন, জেলায় অবস্থিত চালকল গুলোতে টাস্কফোর্স কমিটি থেকে নজরদারি এবং পরিদর্শন করা হয়েছে। সরকারের নীতিমালা অনুসারে চালকলগুলো পরিচালিত হচ্ছে কিনা, মজুদ ঠিক আছে কিনা এবং বাজারে নিয়মিত সরবরাহ করা হচ্ছে কিনা তা দেখা হবে।
সুনামগঞ্জ প্রতিনিধি জানান, জেলার হাওরাঞ্চলের ফসলহানির প্রভাব পড়তে শুরু করেছে স্থানীয় হাট-বাজারগুলোতে। গত চারদিন ধরে জেলার চালের বাজার অস্থির হয়ে ওঠেছে। প্রতি কেজি চালের দাম ২-৩ টাকা করে বেড়েছে। খুচরা ব্যবসায়ীরা বলেন, স্থানীয় অনেক অটো রাইস মিলের মালিকের গোডাউনে ধান স্টক রয়েছে। এরা যে পরিমাণ চাল প্রতিদিন প্রয়োজন ঐ পরিমাণ চাল ভাঙাচ্ছে না। তারা অপেক্ষা করছে চৈত্র মাসে অভাব বাড়লে বেশি দামে চাল বিক্রি করে বেশি মুনাফা করবে।
তবে স্থানীয় মেসার্স রাসেল অটো রাইস মিলের মালিক রাসেল আহমদ বলেন, ‘আমরা প্রতিদিনই ধান ভাঙাচ্ছি, ভারত থেকে আমদানি করা কিছু চালও এনে বিক্রি করছি বাজার নিয়ন্ত্রণে রাখার জন্য, গুদামে ধান রেখে ভেঙে বিক্রি করছি না এ ধরনের অভিযোগ সত্য নয়।’
জেলা প্রশাসক মো.সাবিরুল ইসলাম বলেন, ‘কেউ যাতে কৃত্রিম সংকট তৈরি না করে সেজন্য মিলারদের জরুরি সভায় ডাকা হয়েছে। কেউ চড়া দামে চাল বিক্রি করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’