মঙ্গলবার সকালের দিকে হার্ট অ্যাটাক করলে তাকে দ্রুত রাজধানীর উত্তরার চীন-জাপান মৈত্রী হাসপাতালে নেয়া হয়। সেখানকার ডাক্তাররা অপারগ হলে এরপর দুপুর ২টা ৩০ মিনিটে এ অভিনেত্রীকে নেয়া হয় উত্তরার রিজেন্ট হাসপাতালে। এ হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় বিকাল ৪টা ৩০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
অভিনয় নিয়ে কখনোই আর দর্শকের মনে দোলা দেবেন না তিনি। এ যাত্রা তার, চিরতরে।
বিটিভির স্বর্ণসময়ে নাটকের নিয়মিত মুখ ছিলেন তাজিন আহমেদ। আজিজুল হাকিম, জাহিদ হাসান, আজাদ আবুল কালাম, তৌকীর আহমেদ, টনি ডায়েসদের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন। মডেলিং করেছেন। ১৯৭৫ সালের ৩০ জুলাই নোয়াখালীতে জন্ম নেন এই অভিনেত্রী। তাঁর বয়স হয়েছিল ৪৩ বছর।