নাটোরে ভুয়া ফেসবুক আইডি ও ফোনে নারী কণ্ঠে কথা বলে তরুণ ও প্রবাসীদের সাথে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ১১ সদস্যকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে নাটোরের লালপুর উপজেলার বিভিন্ন স্থান থেকে ডিবি পুলিশ ও লালপুর থানা পুলিশ এদের আটক করে। এ নিয়ে কথা বলতে আজ শনিবার দুপুরে নাটোরের পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। তিনি বলেন, লালপুরে এ চক্রটি একটি অ্যাপসের মাধ্যমে মেয়ে কণ্ঠে কথা বলে এবং মেয়েদের নামে ফেক ফেসবুক আইডি খুলে প্রবাসী ও তরুণদের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলতো। এক পর্যায়ে তাদের কাছ থেকে বিভিন্ন কৌশলে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিতে থাকে চক্রটি। দীর্ঘদিন থেকে তারা এ প্রতারণা করে আসছিল। বিশেষ করে তাদের টার্গেট ছিল প্রবাসীরা। কয়েকজন ভুক্তভোগী এ বিষয়ে পুলিশের কাছে অভিযোগ করে। পরে অভিযান চালিয়ে এ চক্রের ১১ জন সদস্যকে আটক করা হয়।
এই চক্রের সঙ্গে আরও অনেকে জড়িত আছে। তাদেরও গ্রেপ্তার করা হবে বলে জানান পুলিশ সুপার।