সিডনি টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল ৩৩৮ রান। অপরদিকে প্রথম ইনিংসে ২৪৪ রানে অল আউট হয়েছে ভারত।শনিবার ম্যাচের তৃতীয় দিনে চেতশ্বর পূজারা খেলেছেন অসীম ধৈয নিয়ে। ১৭৬ বলে ৫০ রান করেন তিনি। দীর্ঘ বলের ইনিংসে তিনি বাউন্ডারি হাঁকিয়েছেন মাত্র ৫টি।
বল হাতে আবারও ভয়ংকর হয়ে উঠেছেন প্যাট কামিন্স। তার বিষাক্ত শর্ট বল গুলো ভারতীয় ব্যাটসম্যানরা যেন চোখেই দেখছেন না। যে কারণে চোটে বিপর্যস্ত ভারত। এবার সেই তালিকায় যুক্ত হল আরো দুই নাম- ঋষভ পন্থ এবং রবীন্দ্র জাদেজা। ব্যাট করার সময় প্যাট কামিন্সের শর্ট বল পন্থের কনুইয়ে আছড়ে পড়ে।পূজারার সঙ্গে ভারতীয় ব্যাটিংকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন পন্থ। তবে কামিন্সের একটি শর্ট বলে তিনি টাইমিং মিস করলে বল তার কনুইয়ে আঘাত করে। সঙ্গেসঙ্গেই যন্ত্রণায় কাতরাতে থাকেন পন্থ। ফিজিও ছুটে আসেন মাঠে। তারপর সামান্য শুশ্রূষা নিয়ে খেলা চালুও করেন। তবে নিজের ছন্দ হারিয়ে ফেলেন তিনি। শেষ পর্যন্ত ৬৭ বলে ৩৬ রান করে আউট হয়ে যান। ভারতও গুটিয়ে যায় ২৪৪ রানে।
৬৭ বলে ৩৬ রানে হ্যাজলউডের বলে আউট হন পন্থ। ৩৭ বলে ২৮ রানে অপরাজিত থাকেন রবীন্দ্র জাদেজা। যদিও শেষ অবধি আঙুলের ব্যথা নিয়ে খেলতে হয়েছে জাদেজাকে। কামিন্সের করা একটি বলে ঠেকাতে গিয়ে বা হাতের বুড়ো আঙুলে প্রচণ্ড ব্যথা পান জাদেজা।বল হাতে অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ চার উইকেট নেন পেট কামিন্স। জশ হ্যাজলউড দুটি ও মিশেল স্টার্ক নেন একটি করে উইকেট।