মঙ্গলবার জাতীয় সংসদে জাতীয় পার্টির সাংসদ মুজিবুল হক চুন্নু বলেছেন, সড়ক দুর্ঘটনা সারা বিশ্বেই হয়। কিন্তু বাংলাদেশে সড়ক দুর্ঘটনা মনে হয় একটু বেশি। সম্প্রতি এই সড়ক দুর্ঘটনা এত বেশি বৃদ্ধি পেয়েছে, এত বেশি মানুষ মারা যাচ্ছে, মনে হয় এটা দেখার কেউ নেই। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর কাছে ৩০০ বিধিতে বিবৃতিও দাবি করেন তিনি।
সাবেক প্রতিমন্ত্রী মুজিবুল হক বলেন, ‘আমরা মাঝেমধ্যে দেখি আমাদের সড়ক পরিবহনমন্ত্রী নিজে রাস্তায় গিয়ে বেবিট্যাক্সিচালকের লাইসেন্স আছে কি না দেখেন। কিন্তু এই যে সড়ক দুর্ঘটনা ঘটছে। জনমণে আতঙ্ক সৃষ্টি হয়েছে। এটা কী দেখার কেউ নেই, গত বছর একটি দুর্ঘটনার কারণে ঢাকা শহরসহ সারা দেশে শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছিল। এতে কয়েক দিন যোগাযোগব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ে। সে সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সড়ক দুর্ঘটনা এড়াতে ৫ দফা নির্দেশনা দিয়েছিলেন।