আজ সকালে সাড়ে ৮টার সময় তিনি মগবাজারের নিজ বাসায় তাঁর কার্ডিয়াক অ্যারেস্ট হয়। এর পর দ্রুত তাঁকে স্কয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। সকাল ৯টার সময় তিনি মারা যান বলে চিকিৎসকরা জানান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।
এলআরবি (লাভ রানস ব্লাইন্ড) ব্যান্ডের লিড গিটারিস্ট ও ভোকাল আইয়ুব বাচ্চু বাংলাদেশের ব্যান্ড জগতের সবচেয়ে জনপ্রিয় ও সম্মানিত ব্যক্তিত্বদের একজন। আইয়ুব বাচ্চু ছিলেন একাধারে গায়ক, গিটারিস্ট, গীতিকার, সুরকার, প্লে-ব্যাক শিল্পী।