রাজধানীর মোহাম্মদপুরে স্থানীয় সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানক ও ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক সাদেক খানের সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইজন নিহত এবং আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। শনিবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আদাবর থানার ওসি কাওসার আহমেদ জানান, আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছিল। এখন পরিস্থিতি শান্ত আছে। আমরা সতর্কভাবে পরিস্থিতির ওপর নজরদারি চালাচ্ছি।