শনিবার বেলা ১১টায় সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ শুরু হবে। তাই ওই দিন সবাইকে অনুষ্ঠানস্থল ও এর আশপাশের এলাকা দিয়ে ভারী বা হালকা যানবাহনসহ যাতায়াত না করতে অনুরোধ জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে অনুষ্ঠানস্থলে যাওয়ার পথ, যানবাহন পার্কিং, ওইদিন নগরের বন্ধ ও খোলা সড়কের বিষয়ে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।অনুষ্ঠানস্থলে আসা ব্যক্তিদের কোনো ধরনের হ্যান্ডব্যাগ, ট্রলি ব্যাগ, দাহ্য পদার্থ বা ধারালো কোনো বস্তু বহন না করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া কর্তব্যরত আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।
গাবতলী, মিরপুর রোড হয়ে আসা ব্যক্তিরা সাইয়েল্যাব-নিউমার্কেট হয়ে নীলক্ষেতে নেমে হেঁটে টিএসসি হয়ে বিভিন্ন গেট দিয়ে উদ্যানে ঢুকবেন। তাদের বহনকারী বাসগুলো বিশ্ববিদ্যালয়ের মল চত্বর ও নীলক্ষেত থেকে পলাশী পর্যন্ত রাস্তার উভয় পার্শ্বে এক লাইনে পার্কিং করবেন।