রাজধানীর খিলক্ষেতে শুক্রবার রাত দেড়টার দিকে বিআরটিসি বাস ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় দেড় ঘণ্টা আগুন নেভানোর চেষ্টা চালায়।তবে তার আগে আগুনে বিআরটিসির পাঁচটি দ্বিতল বাস ও একটি পরিত্যক্ত বাস পুড়ে গেছে।ফায়ার সার্ভিস সদর দপ্তর কন্ট্রোল রুমের ডিউটি অফিসার আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানা যায়নি। রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।