আন্তর্জাতিক শিক্ষা দিবস আজ সোমবার। করোনাভাইরাসের প্রার্দুভাবে সারাবিশ্বের শিক্ষা ব্যবস্থার হুমকি বিবেচনায় ইউনেস্কো এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করেছে ‘পরিবর্তনশীল গতিপথ, রূপান্তরিত শিক্ষা।’
২০১৮ সালের ৩ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রতি বছরের ২৪ জানুয়ারি আন্তর্জাতিক শিক্ষা দিবস পালনের সিদ্ধান্ত হয়। ২০১৯ সাল থেকে বাংলাদেশসহ জাতিসংঘের সদস্য দেশগুলোতে দিবসটি পালিত হচ্ছে।
আন্তর্জাতিক সিদ্ধান্ত ও কার্যক্রমের মূল্যায়নের উদ্দেশ্য সামনে রেখে জাতিসংঘের সাধারণ অধিবেশন এ দিবস উদযাপনের সিদ্ধান্ত নেয়।
দিবসটি উপলক্ষে আজ বিকেল ৩টায় ব্যানবেইস ভবনে বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।