প্লে-অফে হায়দারাবাদ ও চেন্নাই বাদে বাকি দু’টো দল হচ্ছে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস। এবারের টুর্নামেন্টে সবার আগে প্লে-অফ নিশ্চিত করে হায়দারাবাদ।
হায়দ্রাবাদ প্লে-অফ নিশ্চিত করার পরই চেন্নাই শেষ চারে নিজেদের অবস্থান নিশ্চিত করে। দুই দলের সমান পয়েন্ট হলেও রানরেটের বিবেচনায় তালিকার শীর্ষে আছে হায়দ্রাবাদ। চেন্নাই আছে দুই নম্বরে।
চলতি আসরে হায়দরাবাদের সঙ্গে দুটি ম্যাচই জয় তুলে অনেকটা আত্মবিশ্বাসী থাকছে ধোনিরা। আইপিএলে দুইবারের শিরোপাজয়ী দলটি এর আগে ৬ বারই উঠেছিল আসরের ফাইনালে। তাই চেন্নাইয়ের বিপক্ষে জয় তুলে নিতে বেশ ঘাম ঝরাতে হবে হায়দারাবাদের খেলোয়াড়দের।