আধুনিকায়নের কাজ চলছে শাহবাগের শিশুপার্কে এতে প্রতিদিনই অনেকে এসে ফিরে যাচ্ছেন।
পার্কটি তত্ত্বাবধানের দায়িত্বে আছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।১৯৭৯ সালে শিশুপার্কটি প্রতিষ্ঠা করা হয়। তবে বিনোদনকেন্দ্র হিসেবে চালু হয় ১৯৮৩ সালে। মোট রাইডের সংখ্যা ছিল ১২টি। পার্কের ভেতরে এখন খননযন্ত্র দিয়ে খোঁড়াখুঁড়ির কাজ চলছে। রাইডগুলো এখনো সরিয়ে নেওয়া হয়নি। কোথাও পার্ক বন্ধের নোটিশ চোখে পড়েনি। তবে ‘ঢাকাস্থ সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতাস্তম্ভ নির্মাণ (তৃতীয় পর্যায়)’ শীর্ষক প্রকল্পের নকশা দেখা গেছে। সেখানে প্রকল্পের অংশ হিসেবে অত্যাধুনিক রাইডসহ শিশুপার্কের আধুনিকায়ন করার তথ্য রয়েছে। প্রকল্পের মেয়াদকাল জানুয়ারি ২০১৮ থেকে ডিসেম্বর ২০১৯।
প্রতিদিনই দূর–দূরান্ত থেকে অনেক দর্শনার্থী আসেন। বন্ধ দেখে আবার ফিরে যান।