আশুলিয়ার বাইপাইল এলাকায় খাবার হোটেলে অগ্নিদগ্ধ হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে নিহতর নাম-পরিচয় জানান যায়নি।
গতকাল রবিবার রাত সাড়ে ১২টায় আশুলিয়ার বাইপাইল ত্রিমোড় এলাকার করিম সুপার মার্কেটের মা হোটেলে এ দুর্ঘটনা ঘটে।
এ ব্যাপারে আশুলিয়া থানার এসআই আব্দুল আজিজ জানান, রাতে ওই হোটেলের বাবুর্চির সঙ্গে সহযোগী হিসেবে সকালে নাস্তা তৈরির কাজে ব্যস্ত ছিলেন ওই নারী। পরে রান্নাঘরে থাকা গ্যাস সিলিন্ডার লিক হয়ে মুহূর্তেই আগুন ধরে যায়। এ সময় বাবুর্চি বের হলেও ওই নারী সহযোগী বৈদ্যুতিক তারে জড়িয়ে বের হতে পারেননি। এতে অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরো জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ছাড়া তার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।