ইতালিয়ান কাপের শেষ ষোলোয় গতকাল রোমাঞ্চকর ম্যাচে জুভেন্টাস ৩-২ গোলে হারিয়েছে জেনোয়াকে। ২ মিনিটে দেয়ান কুলুসেভস্কি এবং ২৩ মিনিটে আলভারো মোরাতার গোলে ২- ব্যবধানে এগিয়ে গিয়েছিল জুভেন্টাস। তখন মনে করা হয়েছিল বড় ব্যবধানেই জিতে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদোরা। কিন্তু এরপরই পথ হারিয়ে ফেলে আন্দ্রেয়া পিরলোর দল। ২ গোল পরিশোধ করে ম্যাচে ফেরে জেনোয়া। ২৮ মিনিটে লেনার্ট সাইবোরা এবং ৭৪ মিনিটে ফিলিপো মেলেগোনি করেন গোল দুটি। ভাগ্য ভালো জুভেন্টাসের দুই গোলের মাঝে একবার জেনোয়ার জোরাল এক আক্রমণ ব্যর্থ হয় ক্রসবারে লেগে।
ম্যাচের প্রায় পুরোটা সময় মাঠে ছিলেন না ক্রিশ্চিয়ানো রোনালদো। ম্যাচ অতিরিক্ত ৩০ মিনিটে গড়াবে ভেবেই ৮৮ মিনিটে রোনালদোকে মাঠে নামান কোচ আন্দ্রে পিরলো। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।
একের পর এক আক্রমণ করা জুভেন্টাস ১০৫ মিনিটে এগিয়ে যায়। মোরাতার কাছ থেকে বল পেয়ে প্রথম চেষ্টায় শট নিতে পারেননি রাফিয়া। দ্বিতীয় চেষ্টায় বুলেট গতির শটে গোল করেন তিউনিসিয়ার এই মিডফিল্ডার। ১১০ মিনিটে প্রায় গোল পেয়েই যাচ্ছিল জেনোয়া। গোললাইন থেকে বল ফিরিয়ে দলকে বাঁচান আর্থার।শেষ অবধি টাইব্রেকারে ম্যাচ গড়ায়নি। ৩-২ গোলের দারুণ জয়ে কোয়ার্টার নিশ্চিত করে মাঠ ছাড়ে জুভেন্টাস শিবির।