সব প্রস্তুতি শেষে উদ্বোধনের অপেক্ষায় আছে করোনা আক্রান্তের চিকিৎসায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায় (আইসিসিবি) নির্মিত বৃহত্তম অস্থায়ী হাসপাতাল। এখন স্বাস্থ্য অধিদফতর জনবল নিয়োগ দিয়ে হাসপাতালটি চালু করলেই রোগী ভর্তি শুরু হবে। জানা গেছে, আগামী ৪ মে হাসপাতালটি উদ্বোধন করতে চায় স্বাস্থ্য মন্ত্রণালয়। হাসপাতালটি চালু হলে দেশে করোনা চিকিৎসায় যোগ হবে নানা সুযোগ-সুবিধাসংবলিত অন্যতম বৃহৎ আইসোলেশন সেন্টার।
কাজের সার্বিক বিষয়ে স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ওসমান সরোয়ার বলেন, ‘আমাদের অবকাঠামোর কাজ ৯০ শতাংশের বেশি শেষ। এখন শুধু ফিনিশিং চলছে। বাকি কাজ দু-এক দিনের মধ্যে শেষ হবে। কয়েক দিন বৃষ্টি না হলে কাজ আরও আগেই শেষ হয়ে যেত।’ স্বাস্থ্য অধিদফতর থেকে কবে হাসপাতালটি বুঝে নেওয়া হবে- এমন প্রশ্নের জবাবে এই কর্মকর্তা বলেন, ‘খুব তাড়াতাড়িই হস্তান্তর করা হবে। একই তো মন্ত্রণালয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনেই তো আমরা। আমরা বুঝিয়ে দিয়ে চলে আসব। এরপর জনবল নিয়োগ, চিকিৎসা কার্যক্রম থেকে যাবতীয় বিষয় স্বাস্থ্য অধিদফতরের।