প্রতিবেদক : মিয়ানমার থেকে নির্যাতনের মুখে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য এবার ৯৪ টন ত্রাণ পাঠিয়েছে সৌদি আরব। শুক্রবার সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরব থেকে আসা এসব ত্রাণ গ্রহণ করেন চট্টগ্রামের জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরী।
সৌদি দূতাবাসের কর্মকর্তা আমির ওমর সেলিম জেলা প্রশাসকের হাতে এসব ত্রাণ হস্তান্তর করেন।
সৌদি আরবের এই ত্রাণ সাহায্য নিয়ে একটি বিমান বৃহস্পতিবার গভীর রাতে শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে। চট্টগ্রাম জেলা প্রশাসকের স্টাফ অফিসার রমিজ আলম জানিয়েছেন, পাঠানো ত্রাণের মধ্যে চিনি, ময়দা, খেজুর, তাবু, কম্বলসহ বিভিন্ন পণ্য রয়েছে।
হস্তান্তর অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।
এর আগে মিয়ানমারের শরণার্থীদের জন্য মরক্কো, ভারত, ইরান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশ ত্রাণ সাহায্য পাঠিয়েছে।