আজ বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে , দেশে গত ২৪ ঘণ্টায় (আজ সকাল ৮টা পর্যন্ত) করোনাভাইরাসে সংক্রমিত আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে আরও ১০০৭ জন রোগী শনাক্ত হয়েছে।এ নিয়ে দেশে করোনায় মৃত্যু হলো ৭ হাজার ৭১৮ জনের। আর শনাক্ত রোগীর সংখ্যা ৫ লাখ ১৯ হাজার ৯০৫।
অ্যান্টিজেনভিত্তিক পরীক্ষাসহ গত ২৪ ঘণ্টায় দেশে ১৫ হাজার ৩৮১ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার সংখ্যা বিবেচনায় রোগী শনাক্তের হার ৬ দশমিক ৫৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯৫৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে গতকাল বুধবার ৯৭৮ জন, মঙ্গলবার ৯৯১ জন, গত সোমবার ৯১০, গত রোববার ৮৩৫, গত শনিবার ৬৮৪ ও গত শুক্রবার ৯৯০ জন করোনাভাইরাসে নতুন করে সংক্রমিত হন।