আজ শুক্রবার দুপুরে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে যুক্ত হয়ে জানান, এখন পর্যন্ত দেশে প্রাণঘাতী কোভিড-১৯ করোনাভাইরাসে ১৮৩৮ জন আক্রান্ত হয়েছেন। এ মধ্যে ৭৫ জনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৮ জন। বর্তমানের মোট আক্রান্তের ৬৮ ভাগই বাসায় চিকিৎসা নিচ্ছেন।
নারী পুরুষ বিভাজনে দেখা যায় শতকরা ৬৮ ভাগ পুরুষ। আর নারী ৩২ ভাগ। জায়গার বিশ্লেষণে দেখা যায় শতকরা ৪৬ ভাগ ঢাকা শহরের। এরপরেই রয়েছে নারায়ণগঞ্জ, শতকরা ২০ ভাগ। এরপরে নতুন করে আমরা অনেক রোগী দেখতে পাচ্ছি গাজীপুরে। এর পরবর্তীতে চট্টগ্রাম, মুন্সীগঞ্জে রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।