রোববার সকাল থেকে সংগঠনের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নেতৃত্বে রাজধানীর বিভিন্ন এলাকায় শ্রমজীবী মানুষের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।
সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে ছাত্রলীগ রাজধানীর শাহবাগ, গুলিস্তান, ফার্মগেট, ধানমণ্ডিসহ শহরের বিভিন্ন স্থানে নানা শ্রেণির মানুষের মাঝে পাঁচ হাজার মাস্ক, ছাত্রলীগের নিজস্ব ব্যবস্থাপনায় তৈরিকৃত পাঁচ হাজার হ্যান্ড স্যানিটাইজার এবং জনসাধারণের মাঝে সচেতনতা বাড়াতে মাইকিং ও সচেতনতামূলক পাঁচ হাজার হ্যান্ড লিফলেট বিলি করেছে।
করোনাভাইরাসের সংক্রমণ থেকে গরীব, শ্রমজীবী ও দরিদ্র মানুষদের রক্ষায় ছাত্রলীগ নিজেরাই হ্যান্ড স্যানিটাইজার তৈরি করেছে। সেসব দ্রব্য মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।