করোনাভাইরাসের লক্ষণ-উপসর্গ আছে পরীক্ষার জন্য এমন মানুষ খুঁজে পাচ্ছে না স্বাস্থ্য বিভাগ। টেলিফোনে দেয়া ঠিকানা ও ফোন নম্বর ধরে বাড়ি বাড়ি গিয়েও তাদের অধিকাংশের খোঁজ মিলছে না। তারা ভয়ে আত্মগোপন করেছেন। কাজেই তাদের সন্ধান পেতে হিমশিম খাচ্ছেন পুলিশসহ স্বাস্থ্যকর্মীরা।
সরকার সন্দেহভাজন সবাইকে পরীক্ষার আওতায় আনতে সারা দেশে ২৯টি পিসিআর ল্যাব স্থাপন করছে। আগামী ১৫ এপ্রিলের মধ্যে সব কাজ শুরু হবে। এ ছাড়া ইতোমধ্যে ঢাকা ও চট্টগ্রামে তিন ল্যাবে পরীক্ষা চলছে। প্রস্তুত আছে সাতটি ল্যাব।
প্রত্যেকটি মেডিকেল কলেজ হাসপাতালে এবং জেলা হাসপাতালে করোনা ইউনিট করা হয়েছে। কুয়েত-মৈত্রী হাসপাতাল ও শেখ রাসেল ইন্সটিটিউট অব ডাইজেস্টিভ ডিজিজেজ হাসপাতালে মোট ২৪টি ভেন্টিলেশন মেশিন স্থাপন করা হয়েছে। পাশাপাশি বাড়ানো হয়েছে আইসিইউ শয্যা।