বর্তমান পরিস্থিতিতে স্বাস্থ্য বিভাগের সংশ্নিষ্ট কর্মকর্তারা মনে করছেন, দেশে করোনার সংক্রমণ কমে আসছে। সংক্রমণ এখন স্থিতিশীল পর্যায়ে আছে। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চললে আগস্টের শুরুতে সংক্রমণ কমতে শুরু করবে। তবে বিশেষজ্ঞরা তাদের ধারণার সঙ্গে একমত নন। জনস্বাস্থ্যবিদ, রোগতত্ত্ববিদসহ বিশেষজ্ঞদের অধিকাংশের মত, সংক্রমণ নিম্নমুখী হয়েছে, এটি এখনই বলা যাবে না। কারণ নমুনা পরীক্ষা বাড়লে আক্রান্ত বেশি শনাক্ত হয়। আর নমুনা পরীক্ষা কমলে আক্রান্ত কম শনাক্ত হয়।
দেশে প্রাণঘাতী ভাইরাস করোনার সংক্রমণ এখনও জ্যামিতিক হারে বাড়ছে। গত চব্বিশ ঘণ্টায় নতুন করে আরও দুই হাজার ৭০৯ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্য দিয়ে দেশে করোনা সংক্রমণের ১৩৩ দিনের মাথায় আক্রান্তের সংখ্যা দুই লাখ ছাড়াল। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দুই লাখ দুই হাজার ৬৬ জনে পৌঁছেছে। গত চব্বিশ ঘণ্টায় আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দুই হাজার ৫৮১ জনে পৌঁছেছে।