দক্ষিণাঞ্চলের ২১ জেলা থেকে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরে কর্মস্থলের উদ্দেশে রওনা হয়ে যাচ্ছেন হাজার হাজার শ্রমজীবী মানুষ। করোনার ভাইরাসের কারণে দেশব্যাপী আতঙ্ক বিরাজ করলেও সীমিত আকারে গামেন্টস চালু হওয়ায় কর্মীরা জীবিকার তাগিদে ফেরি ও ইঞ্জিনচালিত ট্রলারে করে পদ্মা পাড়ি দিয়ে গন্তব্যে যাচ্ছেন।
বুধবার সকাল ১০টার দিকে শিমুলিয়া ঘাটে নোঙর করা দুইটি ফেরিতে প্রায় ৫ হাজার শ্রমজীবী মানুষ পদ্মা পারাপার হয়েছেন। ফেরিতে তিল পরিমাণ ফাঁকা জায়গা ছিল না, গাদাগাদি করেই বিভিন্ন গার্মেন্টেসে কর্মরত শ্রমিকরা শিমুলিয়া ঘাটে পৌঁছান। এরপর বিভিন্ন যানবাহন ও পায়ে হেঁটে গন্তব্যের উদ্দেশে রওনা হয়ে গেছে বলে নৌ ও ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে।