ভারতের নয়াদিল্লির গুরুগ্রামের একটি আদালত জনপ্রিয় চীনা ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবার কর্ণধার জ্যাক মাকে তলব করেছে। আলিবাবা অধীনস্থ ইউসি নিউজ ও ইউসি ব্রাউজারের মাধ্যমে ভুয়া খবর ছড়ানোয় আপত্তি জানানোয় অন্যায়ভাবে চাকরিচ্যুত করার অভিযোগে প্রতিষ্ঠানটির ভারতীয় এক কর্মী মামলা করার পর আদালত এই তলব করেন।
এনডিটিভির খবর অনুযায়ী, আলিবাবার সহপ্রতিষ্ঠান ইউসি ওয়েবের কর্মী পুষ্পেন্দ্র সিংহ পরমার গুরুগ্রামের আদালতে ২০ জুলাই মামলাটি করেন।গত রোববার (২০ জুলাই) বিষয়টি জানাজানি হয়। মামলায় পুষ্পেন্দ্র অভিযোগ করেন, চীনের বিপক্ষে যায়, এমন তথ্য সেন্সর করে প্রতিষ্ঠানটির অ্যাপস ইউসি ব্রাউজার ও ইউসি নিউজে সামাজিক ও রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির জন্য ভুয়া সংবাদ প্রকাশ করা হয়। ফলে এর প্রতিবাদে তাঁকে চাকরিচ্যুত করা হয়।
বুধবার (২৯ জুলাই) গুরুগ্রামের আদালত জনপ্রিয় চীনা ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবার কর্ণধার জ্যাক মাকে আইনজীবী পাঠিয়ে বক্তব্য জানাতে বলা হয়েছে।
উল্লেখ্য, লাদাখে সংঘর্ষের পর আলিবাবার ইউসি নিউজ, ইউসি ব্রাউজারসহ অন্তত ৫৭টি চীনা অ্যাপ নিষিদ্ধ করে ভারত সরকার।
আজকেরমেইলবিডি/জেকে