কিডনি পরিষ্কারের ঘরোয়া উপায়।
* পরিষ্কার পানিতে ধুয়ে নিন এক আঁটি ধনেপাতা।
* এরপর কুচি কুচি করে কেটে একটি পাত্রে রাখুন।
* পাত্রে কিছুটা পানি দিয়ে ১০ মিনিট ফুটিয়ে নিন।
* ঠান্ডা হলে ছেঁকে পরিষ্কার বোতলে রেখে দেন। ফ্রিজেও রেখে দেয়া যেতে পারে ওই বোতল।
* এরপর প্রতিদিন একগ্লাস করে ধনেপাতার জুস খেলেই হাতেনাতে মিলবে ফল।