যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যকার বাক যুদ্ধকে গার্টেন শিশুদের যুদ্ধের মত বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।
শুক্রবার ট্রাম্প উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে ‘পাগল’ বলে সম্বোধন করেন। এর একদিন পর কিম জং উন ট্রাম্পকে ‘মানসকিভাবে উন্মাদ এক বৃদ্ধ’ বলেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জাতিসংঘের সাধারণ অধিবেশনে বলেছিলেন, উত্তর কোরিয়া যদি আমেরিকা বা মিত্রদের দেয়া হুমকি বন্ধ না করে তাহলে এই দেশটিকে সম্পূর্ণ ধ্বংস করে দেয়া হবে।
শুক্রবার জাতিসংঘে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, আমরা চাই এই গরম দুই মাথা ঠাণ্ডা হোক। তিনি আরো বলেন, আমরা যুক্তিসংগতভাবে সংগ্রাম চালিয়ে যাব, তবে আবেগপ্রবণ কিন্ডারগার্টেনের শিশুদের যুদ্ধের মত নয়।