ঘটনাটি গতকাল সন্ধ্যার। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে টিম বাসে করে অস্ট্রেলিয়া দল হোটেলে ফিরছিল। সেই সময় তাদের বাসে একটি ঢিল এসে লাগে। তাতে ভেঙ্গে যায় গাড়ির কাচ। এই নিয়ে বাংলাদেশ সংবাদ মাধ্যমে তেমন কিছু প্রকাশ না হলেও অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যম এরই মধ্যে তিলকে তাল বানিয়েছে। ওই ঢিল ছোড়ার ঘটনায় ক্রিকেটারদের কোন ধরণের ক্ষয়ক্ষতি হয়নি। নিরাপত্তার অজুহাতে প্রায় দুই বছর বাংলাদেশে টেস্ট সিরিজ খেলতে আসা নিয়ে নানা টালবাহানা করে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ২০১৫ সালে হওয়ার কথা ছিল সিরিজটি। তাই এবার যখন তারা আসলো তখন তাদেরকে দেয়া হচ্ছে দেশের সেরা নিরাপত্তা। যে কারণে প্রশ্ন আসছে এত নিরাপত্তার মাঝেও কিভাবে ঢিল ছুড়ে মারতে পারলো কেউ! একটি সূত্র দাবি করছে কোন টোকাই এমন কাজ করে থাকতে পারে! তবে আসল ঘটনা এখনো কেউ বলতে পারিনি।
অন্যদিকে ঘটনাটিকে খুব বড় করে দেখেনি ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। তবে অস্ট্রেলিয়ার গণমাধ্যমে খবর আসার পর মঙ্গলবার সকালে আনুষ্ঠানিক বিবৃতি পাঠায় তারা। পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নিরাপত্তা ব্যবস্থা জোরদার করায় সন্তুষ্টি প্রকাশ করে ক্রিকেট অস্ট্রেলিয়া। ঘটনার পর ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা প্রধান শন ক্যারল এক বিবৃতিতে বলেছেন, ‘গত রাতে হোটেলে ফেরার সময় অস্ট্রেলিয়া দলের বাসের একটা জানালা ভেঙেছে। এই ঘটনায় কেউ হতাহত হয়নি। বিষয়টা নিয়ে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে অস্ট্রেলিয়া দলের নিরাপত্তা কর্মকর্তারা আলোচনা করে জানতে পেরেছে এটা ছোট্ট একটা পাথরের আঘাত। স্থানীয় কর্তৃপক্ষ ঘটনাটা গুরুত্বের সঙ্গে নিয়েছে। চলাচলের রুটে নিরাপত্তা বাড়ানো হয়েছে।’
আজ সকালে অস্ট্রেলিয়াকে ভিন্ন রাস্তা ব্যবহার করে মাঠে নিয়ে আসা হয়েছে। এমনকি পথে পথেও বাড়নো হয়েছে ব্যাপক নিরাপত্তা। স্টেডিয়ামের প্রবেশ মুখে থেকে শুরু করে গোটা স্টেডিয়াম এলাাকে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছে প্রশাসন।
