কারও কাশি দুই সপ্তাহের বেশি স্থায়ী হয় এবং অনবরত কাশি হতে থাকে তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। কাশি শুষ্ক কিংবা কফমিশ্রিত যাই হোক না কেন দুই সপ্তাহের বেশি স্থায়ী হলে সাবধান হওয়া উচিত। গোটা বিশ্বে যেসব ক্যানসারে আক্রান্ত হয়ে মানুষ সবচেয়ে বেশি মারা যায় তার মধ্যে ফুসফুসের ক্যানসার অন্যতম। প্রাথমিক অবস্থায় এ ক্যানসারের সাধারণত কোনও উপসর্গ প্রকাশ পায় না।বেশিরভাগ ক্ষেত্রে এটি ধরা পড়ে একদম শেষ পর্যায়ে। তখন আর কিছু করার থাকে না। তবে ফুসফুসের ক্যানসারের কিছু কিছু লক্ষণ আছে যা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
যদি নিঃশ্বাস নিতে কষ্ট হয় তাহলে তা ফুসফুসের ক্যানসারের উপসর্গ হতে পারে। বিশেষ করে যদি আপনার সিঁড়ি ভাঙতে কষ্ট হয় অথবা কোনও কাজ করার পরই নিঃশ্বাস নিতে সমস্যা হয় তাহলে দেরী না করে চিকিৎসকের কাছে যাওয়া উচিত। ফুসফুসের ক্যানসার হলে বুকে, কাঁধে অথবা পিঠে ব্যথা হতে পারে।
এসব সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। সিটি স্ক্যানের মাধ্যমে চিকিৎসক রোগ শনাক্ত করতে পারবেন।