বাম্পার ফলন হওয়ায় এবার বেশ লাভের স্বপ্ন দেখলেও এখন ক্ষেতেই নষ্ট হচ্ছে কৃষকের গ্রীষ্মকালীন টমেটো। করোনাভাইরাসেই কেড়ে নিয়েছে তাদের সোনালী স্বপ্ন।
দিনাজপুর জেলার প্রধান টমেটোর বাজার গাবুড়ার হাটে অন্যান্য বছর প্রতিদিন এই মৌসুমে শতাধিক ট্রাক টমেটো বেচা-কেনা হয়। আর এ সব টমেটো রাজধানী ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে যায়। কিন্তু বৃহস্পতিবার করোনাভাইরাসের কারণে বাইরে থেকে কোনো বেপারী আসেননি। বেচাকেনাও ঢিলেঢালা।
বাজারে বিক্রি না হওয়ায় এখন লাভ তো দূরের কথা, ক্ষেতেই নষ্ট হচ্ছে কষ্ট করে ফলানো এই সবজি। এই অবস্থায় কৃষকের কিছুটা হলেও ক্ষতি পুষিয়ে নিতে সরকারি ত্রাণ বিতরণের তালিকায় টমেটোকে যুক্ত করার জন্য সরকারি ত্রাণ সমন্বয় কমিটির কাছে প্রস্তাব রেখেছে কৃষি বিভাগ।