বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) প্রধান টেডরোস আধানম অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তর অংশের পরিস্থিতিকে ‘বিপর্যয়কর’ বলে অভিহিত করেছেন। তিনি নিজের অফিসিয়াল এক্স পেজে দেয়া এক পোস্টে বলেছেন, উত্তর গাজার পরিস্থিতি অত্যন্ত বিপর্যয়কর।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজার ওপর ইহুদিবাদী ইসরায়েলের ভয়াবহ গণহত্যামূলক যুদ্ধের কথা উল্লেখ করে তিনি একথা বলেন। ডব্লিউএইচও)’র মহাপরিচালক যেকোনো পরিস্থিতিতে স্বাস্থ্য বিভাগের কর্মীদের নিরাপত্তা রক্ষা করার আহ্বান জানান।
জাতিসংঘের এই শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা বলেন, গাজার পতনোন্মুখ স্বাস্থ্য ব্যবস্থাকে রক্ষা করার জন্য অবিলম্বে নিঃশর্ত যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করতে হবে।