খেলাধুলা ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের হয়ে সবশেষ ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছিলেন ক্রিস গেইল। ইডেন গার্ডেনসে ফাইনাল খেলার পর ক্যারিবীয় জার্সিতে দেখা যায়নি গেইলকে।
দীর্ঘ প্রতীক্ষার পর শনিবার রাতে আবারও গেইলকে দেখা গেল উইন্ডিজের জার্সিতে। ইংল্যান্ডের বিপক্ষে ডারহামে টি-টোয়েন্টি ম্যাচ খেলেন ব্যাটিং দানব। প্রত্যাবর্তনের ম্যাচটি স্মরণীয় করে রাখেন গেইল। ইংল্যান্ডকে ২১ রানে হারিয়েছে টি-টোয়েন্টির বর্তমান চ্যাম্পিয়নরা। পাশাপাশি ব্যাট হাতে নতুন কীর্তি গড়েছেন ক্রিস গেইল।
প্রথম ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টিতে একশ ছক্কা মারার রেকর্ড গড়েছেন গেইল। দলের জয়ের দিনে গেইলের ব্যাট থেকে আসে ৪০ রান। ২১ বলে ৩ চার ও ৪ ছক্কায় ইনিংসটি সাজান তিনি। মাইলফলকে পৌঁছতে গেইলের দরকার ছিল মাত্র এক ছক্কার। ইংল্যান্ডের পেসার ডেভিড উইলির করা তৃতীয় ওভারের তৃতীয় বলে ছয় মেরে একশ ছক্কার স্বাদ নেন গেইল। এরপর আরও তিনটি ছক্কা হাঁকান গেইল। সব মিলিয়ে গেইলের ছক্কার সংখ্যা ১০৩।
ইংল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ ২৮টি ছক্কা মেরেছেন গেইল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৫টি এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০ ছক্কা মেরেছেন। সবচেয়ে কম ২টি করে ছক্কা মেরেছেন বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিপক্ষে। আয়ারল্যান্ড এবং পাকিস্তানের বিপক্ষে ছক্কা মারতে পারেননি মারকুটে এ ব্যাটসম্যান।
টি-টোয়েন্টিতে ছক্কা হাঁকানোর তালিকায় পরের চারটি স্থানে আছেন ব্রেন্ডন ম্যাককালাম (৯১), শেন ওয়াটসন (৮৩), মার্টিন গাপটিল (৭৬) এবং যুবরাজ সিং (৭৪)।
|
