গৌরবময় সেবার ৪৭ বছরে পদার্পণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)। আজ শনিবার (২৬ ফেব্রুয়ারি) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা আয়োজনের মধ্যে দিয়ে দিনটিকে উদযাপন করছে ডিএমপি।
১৯৭৬ সালের ১৩ ফেব্রুয়ারি ‘শান্তি শপথে বলীয়ান’ এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে জননিরাপত্তা বিধান ও আইনশৃঙ্খলা রক্ষার্থে যাত্রা শুরু করে ডিএমপি। এরপর থেকে ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধ প্রতিরোধ ও প্রতিকারে দায়িত্ব পালন করছে পুলিশের বৃহৎ এই ইউনিটটি।