রোহিঙ্গা ইস্যুতে বিশ্বব্যাপী চলছে আলোচনা-সমালোচনা। মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের করা হচ্ছে হত্যা-নির্যাতন। এরই প্রতিবাদে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ তারকারাও নিজেদের অবস্থান তৈরি করেছেন। এবার মাঠে নামবে বাংলাদেশ চলচ্চিত্র পরিবার। ১৮ সেপ্টেম্বর বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করবে চলচ্চিত্রের এই ১৮টি সংগঠন। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি ১৮ তারিখ জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন করার। রোহিঙ্গাদের ওপর নির্মম নির্যাতনে আমরা বাকরুদ্ধ। চলচ্চিত্রশিল্পী ও কলাকুশলীরা সেখানে উপস্থিত থাকবেন।
তিনি আরও বলেন, ‘একদিকে যেমন তাদের ওপর নির্যাতন বন্ধ করতে হবে, বিপরীতে বাংলাদেশে যে রোহিঙ্গারা এসেছে তাদের পাশেও দাঁড়াতে হবে। দেশের সবার প্রতি আমাদের আহ্বান, আসুন আমরা সবাই রোহিঙ্গাদের পাশে দাঁড়াই। মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব।
15/09/2017