ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের বহুল প্রতিক্ষীত ‘শতবর্ষ মিলন মেলা’ অনুষ্ঠান শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি উপলক্ষে বিশাল পরিসরে এই মিলন মেলা অনুষ্ঠানের অনুষ্ঠান আয়োজন করেছে প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠনটি।
করোনা মহামারির কারণে এই অনুষ্ঠান আয়োজনের তারিখ বেশ কয়েকবার পিছিয়ে যায়। পরে অংশ নিতে ইচ্ছুক প্রাক্তন শিক্ষার্থীদের ভ্যাকসিনেশান ও স্বাস্থ্যবিধি মেনে চলাসহ বিভিন্ন শর্ত সাপেক্ষে আজ এই অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেয় অ্যালামনাই কর্তৃপক্ষ।
আজ সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে দিনব্যাপী এই মিলনমেলা অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। ‘বাংলাদেশের পদযাত্রায় ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই’-স্লোগানে আয়োজিত এই অনুষ্ঠানের শুরুতে শতজন শিল্পী মনমুগ্ধকর অর্কেস্ট্রা, সঙ্গীত এবং নিত্য পরিবেশন করে। দশটা থেকে শুরু হলেও এর আগে থেকেই অনুষ্ঠানের জন্য রেজিস্ট্রেশন করা প্রাক্তন শিক্ষার্থীরা আসতে থাকেন অনুষ্ঠানের স্থলে।প্রিয় বিশ্ববিদ্যালয় ক্যম্পাসে অনুষ্ঠিত এত বড় অনুষ্ঠানে আসতে পেরে তাদের আনন্দ- উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়।