দৈনন্দিন জীবনে বাজার পর্যালচনার মাধ্যমে চালের দাম বাড়তি এবং কমতি টা ঠিক বুঝা যায়। আমদানিতে শুল্ক বাড়ানোর পর রাজধানীর বাজারে মোটা চালের দাম বেড়েছে। বোরো মৌসুমের চালের সরবরাহ বাড়ায় কমেছে সরু ও মাঝারি চালের দাম।
সরু মিনিকেট চাল এখন কেজিপ্রতি ৫২-৫৩ টাকায় বিক্রি হচ্ছে, মাঝারি মানের চাল ৪৫-৪৬ টাকায় নেমেছে। কিন্তু বাজেটে শুল্ক বাড়ানোর পর মোটা চালের দাম বেড়েছে। ধানের দাম কমে যাওয়ায় চাল আমদানি নিরুৎসাহিত করতে ২০১৮-১৯ অর্থবছরের বাজেটে পণ্যটি আমদানিতে মোট কর ২ শতাংশ থেকে বাড়িয়ে ২৮ শতাংশ করা হয়। গত বছর আমদানি বাড়াতে শুল্ক ছাড় দেওয়া হয়েছিল।