রাজধানীসহ সারা দেশের হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। শয্যা অপ্রতুল হয়ে পড়ায় মুগদা হাসপাতালে মেঝেতে বিছানা পেতে রোগীদের সেবা দেওয়া হচ্ছে। রাজধানীর সরকারি হাসপাতালে ভর্তি আছে ১ হাজার ৮৩ জন, বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ৬৯০ জন। এর মধ্যে সেন্ট্রাল হাসপাতালে ৩১ জন, গ্রিন লাইফ হাসপাতালে ৩১ জন, ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল কাকরাইল শাখায় ৬১ জন, আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ৩৬ জন এবং আজগর আলী হাসপাতালে ৬৪ জন ভর্তি আছেন।
এডিস মশা নির্মূলে গতকাল থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মাসব্যাপী বিশেষ মশক নিধন শুরু হয়েছে। অভিযানে লার্ভা পাওয়ায় ১৭টি মামলায় মোট ১৪ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
ডেঙ্গু রোগীকে খেতে দিতে হবে সুষম খাবারের সঙ্গে তরল জাতীয় খাবার এবং সবুজ শাকসবজি। যেসব পাতা রান্না ছাড়াই খাওয়া যায় যেমন পুদিনা পাতা, লেটুস পাতা, ধনিয়া পাতা বিভিন্ন ভর্তার সঙ্গে খেলে রক্তে প্লাটিলেট দ্রুত বাড়ে। এর পাশাপাশি ডায়েটে রাখুন প্রোটিনযুক্ত খাবার, ভিটামিন সি, ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন কে, ই সমৃদ্ধ খাবারও। বিভিন্ন ধরনের ফল যেমন পাকা পেঁপে, বেদানা, ডাব, লেবু, আমলকী, অ্যালোভেরা, মিষ্টি কুমড়া, ব্রোকলি এবং আয়রন সমৃদ্ধ খাবারও খেতে দিতে পারেন রোগীকে।