বরিশাল জেলার গৌরনদী উপজেলা নির্বাচনের পর এবার জমে উঠেছে গৌরনদী পৌরসভার উপ নির্বাচন। এ নির্বাচনে মাঠে রয়েছেন চার জন মেয়র পদ প্রার্থী। এর মধ্যে হেবি ওয়েট প্রার্থী বর্তমান গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচ.এম জয়নাল আবেদীন ও আওয়ামী লীগ নেতা মো. রেজাউল সিকদার, আওয়ামী লীগ নেতা মফিজুর রহামন মিলন এবং ব্যাবসায়ী মো. আলাউদ্দিন ভূইয়া।
পৌর নির্বাচনের প্রচার প্রচারণা মোবাইল ফোন মার্কার প্রতীক পাওয়ার পর থেকে ব্যস্ত সময় পার করছেন গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন। গৌরনদী পৌর মেয়র পদটি শূন্য থাকায় পৌর মেয়রের পদে চার জন প্রার্থী করছেন প্রতিদ্বন্দ্বী। এদের মধ্যে মোবাইল ফোন মার্কার প্রতীক পেয়েছেন এইচ.এম জয়নাল আবেদীন, নারিকেল গাছ প্রতীক পেয়েছেন মো. আলাউদ্দিান ভূইয়া, চামচ মার্কার প্রতীক পেয়েছেন মো. রেজাউল সিকদার, জগ মার্কার প্রতীক পেয়েছেন মফিজুর রহমান মিলন।
১৩ জুন সকাল ১০টার সময় গৌরনদী উপজেলার কাসেমাবাদ পীর সাহেবের মাজার জিয়ারতের মাধ্যমে ৯ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন মোবাইল ফোন মার্কার মেয়র পদ প্রার্থী এইচ, এম জয়নাল আবেদীন, এ সময় গনসংযোগে উপস্থিত ছিলেন বর্তমান গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সাবেক পৌর মেয়র মোঃ হারিছুর রহমান।
গণসংযোগে আরও উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ভাই চেয়ারম্যান মোঃ ফরহাদ হোসেন মুন্সী, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ আনিসুর রহমান, গৌরদী উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ জুবায়ের ইসলাম সান্টু ভূঁইয়া, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ লুৎফর রহমান দীপসহ উপজেলা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ ও এলাকাবাসী।