রাজধানীর মুগদা, কমলাপুর, মালিবাগ, খিলগাঁও, সিপাহীবাগ, মগবাজার, কাওরানবাজারসহ বিভিন্ন এলাকায় দেখা যায়, বৃষ্টির মধ্যেই পোশাক কারখানার শ্রমিকরা অফিসে যাচ্ছেন। এক ছাতাতে করে যাচ্ছেন দুইজন। আবার কারো মাথায় ছাতা নেই। বৃষ্টিতে ভিজে দ্রুত কারখানায় ছুটছেন অনেকে। কেউবা আবার দোকানের ছাউনিতে দাঁড়িয়ে আছেন বৃষ্টি কমার আশায়।বাসস্টপেজগুলোতে দেখা যায়, অফিসগামী যাত্রীদের ভিড়। একটি বাস আসলেই তার পেছনে ছুটছেন যাত্রীরা। কিন্তু বৃদ্ধা আগুল দেখিয়ে গেটলক করে বাসগুলো চলছে আপন গতিতে। গণপরিবহনে উঠতে না পেরে অনেকই হেঁটেই বৃষ্টিতে ভিজে চলছেন অফিসের উদ্দেশে। কারণ, অফিসে লেট করা যাবে না।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আব্দুর রহমান বলেন, ‘ঢাকায় বৃষ্টি শুরু হয়েছে সকাল ৬টার কিছু সময় পর থেকে। বৃষ্টির এ ধারা প্রায় সারাদিনই থাকতে পারে। একটানা বৃষ্টি না হলেও থেমে থেমে বৃষ্টির সম্ভাবনা বেশি। এছাড়া আকাশও মেঘলা থাকতে পারে। মূলত মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে আগামী তিন থেকে চারদিন অনেক বেশি বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টির বাইরে আপাতত ঝড়ের বড় কোনো আভাস নেই।’