আজ বৃহস্পতিবার (৯ জুন) জাতীয় সংসদে পেশ করা হবে আগামী ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট। নতুন বাজেটে জিডিপি প্রবৃদ্ধির হার ৭ দশমিক ৫ শতাংশ ধরা হয়েছে। আর মূল্যস্ফীতি ধরা হচ্ছে ৫ দশমিক ৫ শতাংশ। এবার বাজেটে ঘাটতি থাকছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। এবারের বাজেটের পরিমান ৬ লাখ ৮০ হাজার কোটি টাকা।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বৃহস্পতিবার বিকাল ৩টায় জাতীয় সংসদে ২০২২-২০২৩ অর্থ-বছরের জাতীয় বাজেট উপস্থাপন করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের টানা তৃতীয় মেয়াদের চতুর্থ বাজেট এটি।
এবারের বাজেটে সঙ্গত কারণেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কৃষি খাত, স্বাস্থ্য, মানবসম্পদ, কর্মসংস্থান ও শিক্ষাখাতসহ বেশ কিছু খাতকে।