নিরাপদ সড়কের দাবিতে ছাত্র আন্দোলনের সময় সংঘাত, ভাঙচুর, উসকানি ও পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে পুলিশ এ পর্যন্ত ৫১টি মামলায় ৯৯ জনকে গ্রেফতার করেছে। এদের মধ্যে ৫২ জন শিক্ষার্থী।
ঢাকা মহানগর মুখ্য হাকিম সাইফুজ্জামান হিরো একজন এবং ঢাকা মহানগর হাকিম একেএম মঈনুদ্দিন সিদ্দিকী ১৬ শিক্ষার্থীর জামিন মঞ্জুর করেন। আজ রবিবার দুপুর দেড়টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই শিক্ষার্থীদের রায় দেয়া হয়। বাকি আসামিদের শুনানি চলছে।