মঙ্গলবার রাতে বিশ্ব একাদশের বিপক্ষে ২০ রানের জয় পেয়েছে সরফরাজ বাহিনী।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় বিশ্ব একাদশ।
বাবর আজমের ঝড়ো ৮৬, শোয়েব মালিকের ৩৮ এবং আহমেদ শেহজাদের দায়িত্বশীল ৩৯ রানের কল্যাণে ২০ ওভারে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ১৯৭।
বিশ্ব একাদশের থিসারা পেরেরা ২ উইকেট নিলেও ৪ ওভারে রান দেন ৫১। খরুচে ছিলেন বাকিরাও।
১৯৮ রানের টার্গেটে খেলতে নেমে বিশ্ব একাদশের শুরুটা খারাপ হয়নি। তামিম ইকবাল ও হাশিম আমলার ব্যাট থেকে প্রয়োজনীয় রান আসতে থাকে বিশ্ব একাদশের খাতায়। হাশিম আমলার জাদুকরী সব শটের সঙ্গে পাল্লা দিয়ে খেলে যাচ্ছিলেন তামিমও। এই জুটি যখন বড় কিছুর পথে, ফেরেন তখন দুজনই।
দুজনকেই একই ওভারে ফেরান রুম্মান রইস। বাঁহাতি পেসারকে বেরিয়ে এসে মারতে গিয়ে বোল্ড তামিম। ফেরেন ১৮ বলে ১৮ রান করে। আর ১৭ বলে ২৬ করে স্লোয়ারে বোল্ড হন আমলা।
তিনে নেমে অস্ট্রেলিয়ান উইকেটকিপার টিম পেইন ২৫ রান করতে খেলে ফেলেন ২৫ বল। ব্যর্থ ডেভিড মিলারও। প্রয়োজনীয় রান রেট তখন ক্রমে বাড়ছে। অধিনায়ক ডুপ্লেসিস ঝড় তোলার ইঙ্গিত দিয়েছিলেন। তবে ফিরে যান ১৮ বলে ২৯ করে। শেষ দিকে পেরেরার ১১ বলে ১৭ এবং ৩ ছক্কায় ড্যারেন স্যামির ১৬ বলে ২৯ রানে কমে ব্যবধান।
সোহেল খান, রুম্মান রইস ও শাদাব খান প্রত্যেকে দুটি করে উইকেট নেন।
ম্যান অব দা ম্যাচ হন বাবর আজম।
একই ভ্যানুতে আগামী বুধ ও শুক্রবার সিরিজের পরবর্তী ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।