সোমবার সকাল সাড়ে ৫টার দিকে কালিহাতী বাসস্ট্যান্ড পৌর এলাকার সাতুটিয়া ব্রিজের কাছে একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে ডোবায় পরে।
ঘটনাস্থল থেকে জানা যায় সেতু পার হওয়ার সময় একটি ট্রাক উল্টে খাদে পড়ে যায়।এতে আহত হয়েছেন অন্তত ২৮ জন। আহতদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। নিহতরা সবাই নির্মাণ শ্রমিক।
জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোশাররফ হোসেন জানান, সকালে গুরুতর আহতদের হাসপাতালে আনা হয়। এদের মধ্যে পাঁচজন মারা যায়। বাকি ২৩ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।