মহামারী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে।৮ মার্চ দেশে করোনা শনাক্ত হওয়ার পর মঙ্গলবার পর্যন্ত দেশে ১১০ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। আক্রান্ত হয়েছেন অন্তত ৩৩৮২ জন।
করোনাভাইরাসের সংক্রমণে সাধারণ মানুষের পাশাপাশি পুলিশ সদস্যদের ঝুঁকিও বাড়ছে দিন দিন।বিভিন্ন জেলায় কোনো নির্দিষ্ট থানাতেই বহু সংখ্যক পুলিশ সদস্যের আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে।শুধু তাই নয় খোদ ঢাকা মহানগরে পুলিশেরই (ডিএমপি) ৭৩ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে তিনজন পুলিশে কাজ করা সাধারণ কর্মচারীও রয়েছেন। ডিএমপি সূত্রে এসব তথ্য জানা গেছে।