গতকাল মঙ্গলবার ভেজালবিরোধী বিশেষ অভিযানে কারাদণ্ড ছাড়াও ১৬টি প্রতিষ্ঠানকে মোট দুই লাখ ৪৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত ১৩ জানুয়ারি থেকে শুরু হওয়া ডিএসসিসির বিশেষ ভেজালবিরোধী অভিযানে এ পর্যন্ত মোট ৩৫ জনকে কারাদণ্ড দেওয়া হলো।
সংস্থাটির অঞ্চল-১-এর আওতায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও শাহবাগ এলাকা অভিযান চালানো হয়। এ সময় মাহিম ফার্মেসির স্বত্বাধিকারী মাহিম, সোনারগাঁও ফার্মেসির রাজন এবং হোটেল সিলভানার মোস্তফা কামালকে পাঁচ দিন করে কারাদণ্ড দেওয়া হয়।চার অঞ্চলে ভেজাল খাদ্য উত্পাদন ও বিক্রির অভিযোগে সাত ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।