গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১৮৩ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার হাসপাতালে ১৩২ জন ও ঢাকার বাইরে হাসপাতালে ৫১ জন ভর্তি হয়। ডেঙ্গুতে এখন পর্যন্ত ৮২ জনের মৃত্যু হয়েছে।
কন্ট্রোলরুমের তথ্যানুযায়ী, জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২০ হাজার ৯১২ জন। এখন পর্যন্ত ডেঙ্গুতে ৮২ জনের মৃত্যু হয়েছে, তাদের মৃত্যু বিষয়টি নিশ্চিত করতে আইইডিসিআরে তথ্য পাঠানো হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন ৯০৬ জন এবং হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১৯ হাজার ৯২৪ জন।