ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিরাজুল ইসলাম লেকচার হলে ইশতেহার কতৃক ৯ই নভেম্বর, ২০২৪ ইং কবি আল্লামা ইকবাল কে নিয়ে একটি আলোচনা সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে আলোচক হিসেবে ছিলেন মনোচিকিৎসক, প্রাবন্ধিক ও বুদ্ধিজীবী ডা. ফাহমিদ-উর-রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাহ কাওসার মুস্তফা আবুলউল্যায়ী ও বুয়েটের কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. সৈয়দা রাজিয়া সুলতানা।
আলোচকগণ আল্লামা ইকবালের ধর্ম নিয়ে চিন্তা, ধর্মনিরপেক্ষতা প্রশ্ন, মহামূল্যবান দর্শন, রাজনীতি নিয়ে তার চিন্তার সাথে বর্তমান রাজনীতি ও বিখ্যাত কবিতা নিয়েও আলোচনা করা হয়। তাছাড়া, সুফিজম ও বিজ্ঞান, আধ্যাতিকতার দিকদর্শন নিয়েও আলোচনা করা হয়।
আলোচনায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী বাদেও ইকবাল প্রেমীদের উপস্থিতিতে হলরুম ভর্তি ছিলো। ইকবালের কবিতা পাঠ ছাড়াও প্রবন্ধপাঠ করা হয়। উক্ত আলোচনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয় এর রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান ড. হাসানুজ্জামান চৌধুরী।
অনুষ্ঠানের আয়োজক ‘ইশতেহার’ নানা রকম বুদ্ধিভিত্তিক ও বৈচিত্রপূর্ণ আলোচনার আয়োজন করে থাকেন।