বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নিউক্লিয়াসখ্যাত ইউনিট, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার কৃতি সন্তান আয়াজ মোহাম্মদ ইমন
মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের মুকবেকী গ্রামের জনাব আমান উল্লাহ আমানের সন্তান।
ইমন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সঙ্গে
English for Speakers of other Languages (ESOL) বিভাগ থেকে ১ম শ্রেণিতে স্নাতক(সম্মান) ও মাস্টার্স ডিগ্রী সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি কেন্দ্রীয় ল’ কলেজ এ আইন নিয়ে অধ্যায়নরত রয়েছেন।
বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪ কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত পত্রে তার এই পদের তথ্য জানানো হয়।
ইমন ঢাবি মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল শাখা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। ডাকসু নির্বাচন ২০১৯ এ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত জি.এস পদপ্রার্থী হিসেবে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ছাত্র সংসদে নির্বাচন করেছিলেন।
এছাড়া তিনি পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সামাজিক কার্যক্রমে নিজেকে নিয়োজিত রেখেছেন। তরুণদের উচ্চ শিক্ষায় আগ্রহী করতে উপজেলার প্রতিটি ইউনিয়নে উদ্ভুদ্ধকরণ সেমিনার করেছেন।
যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত করায় তিনি, বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক জনাব রকিবুল ইসলাম বকুল সহ ঢাবি ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।