বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নিউক্লিয়াসখ্যাত ইউনিট ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের কার্যকরী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন নাটোরের লালপুর উপজেলার কৃতি সন্তান মিনহাজুল হক নয়ন। বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪ কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিনের স্বাক্ষরিত পত্রে তার এ পদের তথ্য জানানো হয়। তিনি অত্র উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নের এস এম মিজানুর রহমানের সন্তান। নয়ন ঢাবি’র ইসলামের ইতিহাস ও সংস্কৃতি থেকে কৃতিত্বের সঙ্গে ১ম শ্রেণিতে স্নাতক(সম্মান) ও মাস্টার্স সম্পন্ন করেছেন। বর্তমানে সেন্ট্রাল ল’ কলেজে এলএলবি তে অধ্যায়নরত। নয়ন মুহসিন হল ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন এবং ছাত্রদল কর্তৃক মনোনীত ডাকসু নির্বাচন ২০১৯ হল সংসদে সম্পাদক পদে নির্বাচন করেছেন। তিনি বিগত আওয়ামী সরকারের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে ৩০৭ দিনের জেল সহ নানা জুলুম, একাধিক মামলা ও নির্যাতনের শিকারও হয়েছেন। এছাড়া পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সামাজিক কার্যক্রমে নিজেকে নিয়োজিত রেখেছেন। তরুণদের উচ্চ শিক্ষায় আগ্রহী করতে উপজেলার প্রতিটি ইউনিয়নে উদ্ভুদ্ধকরণ সেমিনার করেছেন। তিনি ঢাবির নাটোর জেলা কল্যাণ সমিতির শিক্ষার্থীদের সাথে নিয়মিত যোগাযোগ এবং সব সময় পাশে থাকার চেষ্টা করেছেন। জিয়া আদর্শের নয়ন সবসময়েই সমাজের পাশে থাকতে চান। ন্যায়ের পক্ষে থেকে সমাজ সেবাই তার লক্ষ্য। যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করায় তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সর্বোচ্চ সাংগঠনিক অভিভাবক দেশ নায়ক তারেক রহমান, বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল এবং ঢাবি ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
