ঘরে বানের পানি। চোখে হতাশার ছাপ। পেটে ক্ষুধা। ঘরে খাবার নেই। পানির তলে কৃষকের স্বপ্ন। তিস্তাপাড়ে বুক চাপা কান্না। লালমনিরহাটের বন্যাদুর্গত ১০ হাজারের বেশি পরিবারের আর্তনাদ। উজানের ঢলে লালমনিরহাটের তিস্তাপাড়ের ২০টি গ্রাম পানিতে ভাসছে। আশ্রয় নিয়েছে লোকজন স্কুল ও উঁচু বাঁধে।
ভারতে গজলডোবা গেট খুলে দেয়ায় লালমনিরহাটে সৃষ্ট বন্যায় তিস্তার পানিতে তলিয়েছে পরিবারগুলোর ঘরবাড়ি। শুধু তিস্তা না ধরলা, সানিয়াজান, রত্নাই নদীপাড়ের চিত্র একই। অনেক বন্যাদুর্গত পরিবারের ঘরবাড়ি তিস্তার পানির চাপে ভেঙে গেছে। ভেঙে পড়েছে মহিষখোচার আমেরতল সড়ক। দুর্ভোগে পড়েছে ৫ শতাধিক পরিবারের লোকজন। অনেক স্থানে ভেঙে পড়েছে কাঁচা রাস্তা। লণ্ডভণ্ড তিস্তাপাড়ের কয়েকটি গ্রাম।
ঘর হারিয়ে বাঁধে আশ্রয় নেয়া পরিবারগুলো সরকারের কাছে ত্রাণ চায় না তারা যায় তিস্তা নদীর বাঁধ।