কমল কান্ত কর্মকার, দিনাজপুর প্রতিনিধি, , SMART NEWS-24 জেলা দিনাজপুরের সদর ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ-আল-মামুন এবং তার সহযোগী ইউনিয়ন ভূমি মামলা হয়েছে। বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে জনৈক শাহনেয়াজ রাজু কর্তৃক দায়েরকৃত মামলা নং-৪৯১সি, তারিখ-০১/০৮/২০১৭, মামলার ধারা ঃ দুর্নীতি প্রতিরোধ আইন (সংশোধিত)-২০১৬ এর ৫(২) এবং দন্ডবিধির ১৬১/২১৭/৪০৯ ধারা। বিজ্ঞ আদালত মামলাটি তদন্তের জন্য দুদকে পাঠিয়েছেন। ঘটনা অনুসন্ধানে জানা যায়, শাহনেওয়াজ রাজু ও জনৈক মোঃ শমসের আলীর মধ্যে জেলা শহরের চৌরঙ্গী সিনেমা হলের জমির মালিকানা নিয়া বিরোধ আছে এবং উক্ত বিরোধের কারণে সিভিল আদালতে মামলা-মোকদ্দমা চলমান আছে এবং উক্ত মামলায় বিজ্ঞ সিভিল আদালত কর্তৃক অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ জারী আছে। সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ-আল-মামুন সকল বিষয় জ্ঞাত থাকা সত্বেও সদর তহসীলদার মোঃ বাবুল হোসেন মাধ্যমে গত ০৬/০৭/২০১৭ তারিখে বাদীর নিকট হইতে খাজনার রশিদ নং-৬৫৫৫৪৮ মাধ্যমে বাংলা ১৪২০-১৪২৪ সন পর্যন্ত মোট ২৬,১৫৮/ টাকা ভুমি উন্নয়ন কর গ্রহণ করেন। এরপর সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ-আল-মামুন তাহার স্বাক্ষরিত ১৭/০৭/২০১৭ তারিখের স্মারক নং ৩১.০২.২৭৬৪.০০০.২০.০১১.১৭.৩০০৮(৫) মাধ্যমে ঐ খাজনার রশিদটি বাতিল করে দেন। ফৌজদারী মামলার বাদী শাহনেওয়াজ রাজু খাজনা বাতিলেরর উক্ত চিঠি পাওয়ার পর ঘটনার দিন অর্থাৎ ১৯/০৭/২০১৭ তারিখে সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে গিয়ে প্রতিবাদ জানাইলে খাজনা বহাল রাখার শর্তে বর্ণিত আসামীগণ রাজুর নিকট হইতে ৪,০০,০০০/- টাকা ঘুষ দাবী করেন এবং কৌশলে বাদীর নিকট থেকে আবারো ২৬,১৫৮/ টাকা নিয়া তাড়াতাড়ি অফিস ত্যাগ করিতে বাধ্য করার জন্য বাদী ও সাক্ষীগণকে চাপ দেন এবং পরিশেষে হুমকী প্রদান করেন।
এই ভূমি কর্মকর্তা আব্দুল্লাহ-আল-মামুন প্রায় ৫ মাস পূর্বে সদর ভূমি অফিসে যোগদান করে ব্যাপক দুর্নীতি করে লক্ষ লক্ষ টাকা কামাতে থাকেন এবং তার খুটির জোর বেশ শক্ত বলে তিনি যখন-তখন প্রকাশ করতেন। সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ-আল-মামুন জালিয়াতদের লালনকারী ও পৃষ্ঠপোষক ছিলেন মর্মে অনেক নাগরীক অভিযোগ করছেন। তিনি দিনাজপুরের বর্তমান জেলা প্রশাসক মীর খায়রুল আলমের খুব প্রিয়জন ছিলেন। উক্ত কারণে বেশ কিছুদিন যাবত তার বিরুদ্ধে অনেক অভিযোগ হওয়া সত্বেও দৃশ্যত তার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করা হয় নাই। তবে উপরোক্ত মামলা হওয়ার কারণে তাকে শুধুমাত্র অন্যত্র বদলী করে দিয়ে তার অপরাধের সাক্ষ্য চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। দিনাজপুরের আপামর জনগণ এই ভূমি কর্তার দিনাজপুর সদর ভূমি অফিসে কর্মকালের সকল কর্মকান্ডের উপর তদন্ত কার্য্য পরিচালনার মাধ্যমে তাকে সহ সকল আসামীগণের দৃষ্টান্তমুলক শাস্তি প্রদানের দাবী জানাচ্ছেন।