প্রতিটি রাস্তায় এবং বাসা বাড়ির দিকে অগণিত গুলির চিত্র ফুটে উঠেছে। কারফিউ বহাল রেখে সেনাবাহিনী মোতায়েন করেছে সরকার। থমথমে চারপাশের পরিবেশ, সাধারণ জনতার জীবনে হয়রানি সৃষ্টি। সেনাবাহিনী সরকারের হয়ে কাজ করায় ছাত্ররা তাদের নতুন কৌশল সৃষ্টি করছে তাদের ঐক্যবদ্ধতার মাধ্যমে। কারফিউ চলাকালীন
অবস্থায় শতাধিকের ওপরে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে ছাত্রপরিচয় পেলেই। পুরো শহর আতঙ্কিত হলেও এই সংঘাত শেষ হয়নি এখনো। প্রকাশ্যে ছাত্রদের গুলি করেছেন পুলিশ। নিহত আবু সাঈদ, মুগ্ধ, রিয়া সহ আরো অনেকে।